Posts

Showing posts from June, 2022
Image
আলহামদুলিল্লাহ! একাদশ শ্রেণির বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা / মানবিক বিভাগের গ্রুপের সকল বিষয়সহ বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়সমূহে ১ম,২য়,৩য় ব্যাচের নিয়মিত ক্লাস চলছে ৪র্থ ব্যাচ ১ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি চলমান টিউটোরিয়া পরীক্ষা শেষে কে কতটুকু প্রস্তুতি নিয়েছো/পড়াশোনায় কতটা অগ্রসর হয়েছো এ সম্পর্কে তোমরা টিউটোরিয়াল পরীক্ষা শেষে অবশ্যই অনুধাবন করতে পারবে।আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের প্রতি অনুরোধ থাকবে একাডেমিক ও এডমিশন এ ভালো করতে চাইলে অযথা ঘোরাঘুরি না করে সময় থাকতে পড়াশোনায় মনোযোগী হও। তুমি হয়তা বুঝতেছো না কতটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছো। দিন শেষে নিজেকে প্রশ্ন করো,আমার কি করার উচিত ছিল? আমি কি করেছি? বর্তমানে আমি কি করতেছি? এটাই তোমাকে সফলতা এনে দিব।সর্বপরি নিজের স্বপ্ন সম্পর্কে অবগত হও,তোমার স্বপ্ন তোমাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। মোঃসোহাগ ফরাজি পরিচালক( সূর্যোদয় কোচিং সেন্টার) মোবাইল 01712578733